LightBlog

বতর্মান   সময়ে   বেশির   ভাগ   মানুষের   একটি   বড়   প্রশ্ন  “ কিভাবে   আমি   আমার   পেটের   মেদ   বা ভুরি   কমাতে   পারি ,  আমি   অনেক   ক...

মেদ ভুরি কমানোর ১০ টি সহজ উপায় (10 Easy way to Reduce Fat) Health Tips

বতর্মান সময়ে বেশির ভাগ মানুষের একটি বড় প্রশ্ন “কিভাবে আমি আমার পেটের মেদ বাভুরি কমাতে পারিআমি অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু কিছুই কাজ হয়নি” এর উত্তরহলো আপনি ভুল পদ্ধতি ব্যবহার করেছেননিয়ন্ত্রিত খাদ্যা-অভ্যাস এবং কিছু টিপস মেনেচললে আপনার পেটের মেদ বা ভুরি কমতে বাধ্য সাধারনত পুরুষদের ৪০ ইঞ্চি (১০২সেমিএবং মহিলাদের ৩৫ ইঞ্চি (৮৮ সেমিএর উপরে পেটের সাইজ হলে পেটে মেদ বাভুরি আছে বলে পরিচিত হয়অতিরিক্ত মেদ বা চর্বি আপনার শরীরে বিভিন্ন অসুখ বাসাবাধঁছে তাও নির্দেশ করেপেটের চর্বির সাথে যেহেতু লিভারকিডনি  অন্যান্যঅভ্যান্তরীন অংগের সাথে লেগে থাকে সেহেতু পেটের মেদ আপনার জন্য অনেক বড় বিপদেরকারন হয়ে দাড়াঁতে পারে তাই কিভাবে সাস্থ্যসম্মতভাবে আপনি আপনার পেটের মেদ বাভুরি কমাতে পারবেন তার ১০ টি সহজ উপায় নিচে তুলে ধরা হলো 



কাচাঁ রসুন খান- প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই  থেকে  কোয়া রসুন চিবিয়েখানযারা কাচাঁ রসুন চিবিয়ে খেতে পারেন না তারা একটু পানি দিয়ে গিলে খেতে পারেনএর পর পান করুন এক গ্লাস লেবুর সরবতএতে করে আপনার পেটের মেদ বা ভুরি কমতেথাকবে দ্বিগুন দ্রুত গতিতেএছাড়া এটি আপনার রক্ত পরিস্কার করে রক্ত চলাচলকে আরোসহজ করবে

লেবুর রস- এক গ্লাস হালকা গরম পানিতে একটা লেবুর অর্ধেকটা পরিমান লেবু চিপেরস দিন এবং এক চিমটি লবন মিশিয়ে প্রতিদিন সকালে পান করুন চিনি দিবেন নাপেটেরমেদ বা ভুরি কমাতে এটি খুবই র্কাযকর একটি পদ্ধতি

চিনিযুক্ত খাবার ত্যাগ করুন- চিনি কে না বলুনযদি আপনি আপনার পেটের মেদ বাভুরি কমাতে চান তাহলে চিনিযুক্ত খাবার থেকে দুরে থাকাই হবে বুদ্ধিমানের কাজবিশেষকরে কোল্ড ড্রিংকস,চকলেটআইসক্রিমমিষ্টি থেকে দুরে থাকুনযখন আপনি অতিরিক্ত চিনিখেয়ে থাকেন তখন যকৃত ফ্রুক্টোজ দিয়ে ওভারলোড হয় এবং এগুলি চর্বিতে পরিনত হয়তবেচিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন

প্রচুর পরিমান পানি পান করুন- যদি আপনি আপনার পেটের মেদ বা ভুরি কমাতে চানতাহলে দেরী না করে প্রতিদিন প্রচুর পরিমান পানি পান করা শুরু করুনপ্রচুর পানি পানকরার ফলে পানি আপনার দেহের মেটাবলিজম বাড়িয়ে ক্ষতিকর  বিষাক্ত পদার্থ প্রসাবেরসাথে বের করে দিবেমেটাবলিজম বাড়ার ফলে আপানর দেহে বাড়তি চর্বি জমতে পারবেনা

প্রতিদিন ফলমূল  শাক-সবজি খান- প্রতিদিন সকাল  সন্ধায় ফল  সবজি খাওয়ারঅভ্যাস তৈরি করুনবিশেষ করে টক জাতীয় ফল খানকারন টক জাতীয় ফলে প্রচুরপরিমান ভিটামিন সি থাকেআর ভিটামিন সি শরীরে কারনিটিন নামক একটি উপাদান তৈরিকরে যা চর্বি পোড়াতে সহায়তা করে থাকে

ধূমপান  অ্যালকোহল ত্যাগ করুন- আপনি চিন্তা করুন আপনি কি মদ্যপান করতেচান না আপানার পেটের চর্বি কমাতে চানযদি আপনি ধূমপান  অ্যালকোহল ত্যাগ করতেনা পারেন তাহলে আপনার পেটের মেদ বা চর্বি কমানোর কথা ভূলে যানকারন ধূমপান মদ্যপান শরীরের চর্বি পোড়াতে বাধাঁর সৃষ্টি করে এবং চর্বি জমাতে সাহায্য করে

চর্বিযুক্ত খাবার পরিহার করুন- যতটা সম্ভব চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকুনউচ্চতৈলযুক্ত  মসলাযুক্ত খাবার খাবেন না এগুলো শরীরে মেদ জমিয়ে রাখেযতদিন পেটের মেদবা ভুরি না কমবে ততদিন মাংসদুধডিম খাওয়া বন্ধ করুন তবে সামুদ্রিক মাছচামড়া ফেলে দিয়ে খেতে পারেন

টিভি দেখার সময় খাওয়া পরিহার করুন- টিভি দেখতে দেখতে খাওয়া পরিহার করুনযারা টিভি দেখতে দেখতে খায় তারা অন্যদের চেয়ে ২৮৮ ক্যালরী বেশি খায়টেবিলে বসেখাবার অভ্যাস করুন খাটে বা বিছানায় বসে খাবার খাবেন নাডিনারে একটি নীল রঙেরছোট প্লেট ব্যবহার করুন স্টাডিজ দেখায় যে নীল রঙে একটি ক্ষুধা দমন প্রভাব রয়েছে

রাত জাগা পরিহার করুন- আপনার যদি রাত জাগার অভ্যাস থাকে তাহলে এখনিপরিহার করুনরাত জাগার ফলে আপনার শরীরে খাদ্যের চাহিদা বেড়ে যায় যা আপনারশরীরে চর্বি জমার প্রবনতা বৃদ্ধি করে

১০ব্যায়াম করুন- যোগ ব্যায়ামের একটি ক্লাস থেকে আপনি ৩৪৪ ক্যালোরি পযর্ন্ত র্বানকরতে পারেনযারা ব্যায়াম করার মত সুযোগ না পান তারা একটু অন্যভাবে চেষ্টা করতেপারেনযেমন আপনি সাতাঁর কাটতে পারেন বা বাসায় ফিরে আপনার সঙ্গীকে তারে কাজেসাহায্য করতে পারেন। তাছাড়া আপনার অফিসে যাবার সময় চেষ্টা করুন বাস থেকে একস্টপ আগে নামতে আর বাকি পথ হেটে যানলিফটের বদলে সিড়িঁ ব্যবহার করুন,মোটরসাইকেল ব্যবহার করলে মাঝে মাঝে সাইকেল চালানব্যায়াম চর্বি কমানোর জন্য খুবইকার্যকর একটি পদ্ধতি

উপরোক্ত টিপসগুলো মেনে চললে আপানর মেদ ভুরি কমানো এখন সময়ের ব্যাপার মাত্রসঠিক উপায়ে খাবার এবং ব্যায়াম হলো পেটের মেদ/চর্বি বা ভুরি কমানোর আদর্শ উপায়যদি উপরের টিপস গুলো আপনি ভাল ভাবে না পড়ে থাকেন তাহলে আরো একবার পড়েআসুন এবং টিপসগুলো মেনে চলুন।

0 Comments: